দশমিনায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যুর হয়েছে।রাবেয়া দশমিনা ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে।সোমবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের দশমিনা-কালাইয়া সড়কের পূজাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল রাবেয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাবেয়াকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃঞ্চ রায় চৌধুরী বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।