স্বামী বিদেশ গিয়ে কঠোর পরিশ্রম করে টাকা পাঠাতেন স্ত্রীকে। স্বামীর সেই কষ্টার্জিত টাকা নিয়েই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন স্ত্রী। আর সেই রাগে-ক্ষোভে দেশে ফিরে নকশাল হয়ে গেলেন ওই স্বামী।ভারতের তেলেঙ্গানার সিরসিলা জেলায় এমনই কাণ্ড ঘটেছে।জানা যায়, জাককুলা বাবু নামে ৩৮ বছর বয়সী এক নকশাল নেতাকে গ্রেফতারের পরে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ।একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, নকশালদের নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল জনশক্তির হয়ে কাজ করত জাককুলা।পুলিশ সূত্রে জানায়, জাককুলা নামের ওই রাজান্না সিরসিলা জেলার বাসিন্দা, মূলত শ্রমিক হিসেবে কাজ করার জন্য দুবাই গিয়েছিলেন। সেখানে গিয়ে নিজে কষ্ট করে নিয়মিত টাকা পাঠাতেন প্রিয় স্ত্রীকে। কিন্তু, একদিন হঠাৎ করে জাককুলা জানতে পারে তার পাঠানো সমস্ত টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী।এ ঘটনার পর ২০১৬ সালে নিজ দেশ ভারতে ফিরে আসেন জাককুলা। দেশে ফিরেই নকশাল সংগঠনে যোগ দেন তিনি। মূলত নতুন সদস্য তুলে আনার দায়িত্ব ছিল তার উপরে।গত ৬ অক্টোবর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জাককুলার সঙ্গে তার এক সহকারীকেও গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত জাককুলার কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।প্রসঙ্গত, বিদেশ ফেরত জাককুলার নাম অবশ্য পূর্বেই পুলিশের খাতায় উঠেছিল। ২০০১ থেকে ২০০৮ সালে মধ্যে বেশ কিছু মামলায় অভিযুক্ত হয়েও ছাড় পেয়ে যান তিনি। জাককুলার বিরুদ্ধে একটি মামলা চলা সত্ত্বেও কোনো ভাবে তিনি দুবাই যাওয়ার পাসপোর্ট যোগার করে ফেলেন। এরপর তিনি দুবাই পাড়ি জমান।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ