আশুগঞ্জে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজার রেলগেইটের পাশ থেকে শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত (৪০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় ওই মহিলা ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে মারা যান। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক নুরুল ইসলাম শামীম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় এই অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।