বিজয়নগরে ২৪৮ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ২
বিজয়নগরে ২৪৮ বস্তা সরকারি চাল উদ্ধার ও ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা- হলেন নোয়াখালীর রুহুল আমিনের ছেলে ট্রাক চালক আব্দুর রহমান (৩৫) ও বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের নান্নু মিয়ার ছেলে জামাল মিয়া (৫০)। পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থান থেকে শুক্রবার বিকালের দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা ট্রাক ভর্তি চালসহ তাদের আটক করে ইসলামপুর পুলিশ ফাঁড়িতে সোপার্দ করে। বিজয়নগর থানার ওসি মো. নবীর হোসেন বলেন, দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে এনএসআই সদস্যরা ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে চাল ভর্তি একটি ট্রাক জব্দ করে। ধারণা করা হচ্ছে, খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত সরকারি চাল। এগুলি উপজেলার চম্পকনগর থেকে শ্রীমঙ্গল নেওয়া হচ্ছিল। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।