রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এর চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের পাংশা-মৃগী আঞ্চলিক সড়কের শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন চালক রিপন কাজী ও আরোহী মনির আহম্মেদ মোল্লা। রিপন কাজী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাংলাট এলাকার শরজল কাজীর ছেলে। আরোহী মনির আহম্মেদ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সরুপাই গ্রামের হাসেম মোল্লার ছেলে।পুলিশ জানায়, সকালে প্রাইভেট কারটি (ঢাকা মেট্টো গ-১১-৪০৫৪) কালুখালী উপজেলার লারিবারি এলাকায় যাচ্ছিল। এটি কালুখালী উপজেলার শ্যাম সুন্দরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি উদ্ধার করে। সেইসঙ্গে প্রাইভেট কারের মধ্যে থাকা চালক রিপন কাজী ও আরোহী মনির আহম্মেদের লাশ উদ্ধার করা হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ