মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় সাবেক সাংসদ ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে শুনানি শেষে 
মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন। এদিকে মব এড়াতে সেনাবাহিনী ও পুলিশ কঠোর নিরাপত্তায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আদালতে আনা হয় তাকে। 
আর আদালতে তোলা হয় ৯ টা ৫ মিনিটে। তার পক্ষে জামিন এবং রিমাণ্ড নামঞ্জুরের আবদেন নিয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা। আর রাষ্ট্র পক্ষে কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন রিমােণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রায় ২০ মিনিট রিমাণ্ড শুনানি হয়। 
এরপরই তাকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।এর কিছু পরেই আদালত এলাকায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভে অংশ নেয় অর্ধ সহ্রাধিক 
মানুষ। ছাত্র-জনতা ব্যানারে এই বিক্ষোভ থেকে শান্তিপূর্ণ মুন্সীগঞ্জে ৪ আগস্টের সহিংসতার জন্য তাকে দায়ী করা হয়। বিক্ষোভকারীরা বলেন, সাধারণত সকাল ১০ টার  আগে আদালতের কার্যক্রম শুরু হয় না। তাই কিন্তু এত আগে তাকে আনা হবে এটি তারা জানতেন না। 
বিক্ষোভে ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। 
গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে গ্রেফতার হন মুন্সীগঞ্জ- ৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে ২৩ জুন ঢাকার আদালতে তোলা হয়৷ 
এর পর ৩০ জুন (সোমবার) মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতায় তিন জন নিহত হন। এই তিনটি হত্যা মামলা ও আরও দুইটি হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব৷

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ