সিহাবকে বাঁচাতে সাহায্যের আবেদন
শিহাব বয়স ১৪ বছর পিতা; ওবায়দুল ঠিকানাঃ হাজীগঞ্জ, চাঁদপুর। শিহাবের পিতা একজন অটো চালক,শিহাব হাজীগঞ্জ উপজেলার দিঘীর পাড় আলিপুর উঢ্ঢ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। সে সিএনজি যোগে বাড়ি ফিরার পথে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।তার বাবা-মা দিন মুজুরের কাজ করেন। তার অসহায় পরিবার সকলের নিকট সাহায্যের আবেদন করেছেন। শিহাবের পরিবারের বিকাশ নাম্বার ০১৩৪০০৪১০৯৮