ঢাকা-মাওয়া-ভাংগা এক্সপ্রেসওয়েতে ৫ নিহতের ঘটনার বাস চালকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া-ভাংগা এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলা এলাকায় বৃহস্পতিবার দুপুর ১ টায় গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি এম্বুলেন্সেকে ধাক্কা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই এক মহিলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই পরিবারের নারী পুরুষসহ ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়।আর এ ঘটনায় অভিযুক্ত গোল্ডেন লাইন পরিবহনের বাসটির চালক কল্যান বিশ্বাস(২৩)ও হেলপার সাইফুল ইসলাম শান্ত(২৬)কে বৃহস্পতিবার বিকেলে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে হাসাড়া হাইওয়ে পুলিশের একটি দল।কল্যান বিশ্বাস ফরিদপুরের মধুখালীর তারাপুর গ্রামের মৃত কানাই লাল বিশ্বাসের ছেলে।সাইফুল ইসলাম শান্ত ঢাকার যাত্রাবাড়ীর মিরহাজীবাগের আবু বকর সিদ্দিকের ছেলে।
হাসাঁড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ ওসি আবদুল কাদের জিলানী জানান এ ঘটনায় নিহতরা হলো এম্বুলেন্স চালক মাহবুব ও যাত্রী একই পরিবারের হাফেজ আব্দুস সামাদ ফকির (৬৫)পিতা মৃত আব্দুল মালেক ফকির,শাহেদা বেগম (৫৮) স্বামী মৃত সামাদ ফকির, হাফেজ বিল্লাল(৩৬) পিতা মৃত সামদ ফকির ও হাফেজা আফসানা (২৪) পিতা সামাদ ফকির নিহতরা মাদারীপুর সদরের দুধখালী এলাকার বাসিন্দা।এছাড়াও তিনি মর্মান্তুিক দূর্ঘটনায় অভিযুক্ত বাসটির চালক ও হেলপারকে গ্রেফতারের বিষয়টিও তিনি নিশ্চিত করেন।