বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর ১৯৮৯-৯০ সালের এস,এস সি ব্যাচের ছাত্র ছাত্রীদের মিলনমেলা ও জ্ঞাণীজনদের সম্মামনা অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার দিনব্যাপী কৃষ্ণপুরের চাইল্ড ড্রীম কিন্ডার গার্টেন স্কুলে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান, ছাত্র ছাত্রীদের মাঝে লটারি প্রতিযোগিতা, ভোজন বিলাস এবং সব শেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, সেন্টু, ফজলুল হক, সাখাওয়াত হোসেন, হারুন অর রশীদ সহ অনেকে। শিক্ষকদের মধ্যে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জনাব ওসমান গণী। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয় কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বাবু শৈলান দাস, বাবু তপন কুমার বিশ্বাস, বাবু অরুন কুমার সাহা, ওসমান গণী ও বাবু অমল কুমার সাহা কে। 
  

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ