গাজীপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের যৌথ আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.)-১৪৪৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের ফিল্ম সুপারভাইজার মোঃ আল আমিন মিয়ার সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেনের  সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মোঃ মনজুরুল আলম মজুমদার। আলোচনায় অংশ নেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম নোমানী এবং গাজীপুর মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরী। অনুষ্ঠানে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিশু-কিশোরদের আদর্শ হযরত মুহাম্মদ (সা.) বিষয়ক রচনা প্রতিযোগিতা, ক্বেরাত, আযান, হামদ-নাত ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ