বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পদত্যাগের একদফা দাবিতে, আগামী ৩ অক্টোবর ফরিদপুরে বিভাগীয় রোড মার্চ সফল করতে প্রস্তুতি সভার গ্রহন করেছে শরীয়তপুর জেলা বিএনপি।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু'র সভাপতিত্বে, শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সদর পৌরসভার ৭নং ওয়ার্ডের ধানুকা রানী মহলে এই প্রস্তুতি সভা করা হয়।প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি সদস্যশফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ আব্দুস ছালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাদল, কৃষকদলের সভাপতি বিএম হারুন অর রশিদ, বিএনপি নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেন, এড, লুৎফর রহমান ঢালী, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী,  আজাদ মাল, ইমারত নির্মান শ্রমিক দলপর নাছির উদ্দীন ঢালী, যুবদল নেতা আলমাস, তুতস, জয়নাল হাওলাদার, মহসিন হাওলাদারসহ অসংখ্য নেতাকর্মী।নেতৃবৃন্দের আলোচনায় উঠে আসে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আওয়ামীলীগ স্বৈরাচার  সরকারের পতনে বিষয়টি, তারা ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও সরকার পতন করে দেশকে মানুষের হাতে ফিরিয়ে দেওয়া।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ