ঠাকুরগাঁওয়ে আরএমটিপি প্রকল্পের আওতায় লিড খামারীদের প্রশিক্ষন
ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর উপ-প্রকল্প-‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন’’ প্রকল্পের মাধ্যমে নিউলাইট যুব প্রশিক্ষন কেন্দ্র ঠাকুরগাঁও শাখার আয়োজনে ২৩ হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত লিড খামারিদের জন্য প্রাণিসম্পদ বিষয়ে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সংক্রান্ত উন্নততর বিষয়ে ৫ দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও'র প্রধান কার্যালয়ের মোঃ খতিবর রহমান, এপিসি ইএসডিও, প্রকল্প ব্যাবস্থাপক ডা:বাবুল চন্দ্র বর্মন, প্রশিক্ষক ডা:সোহেল রানা (গ্যাপ ট্রেইনার) ঠাকুরগাঁও এবং সহকারী পরিচালক মোঃ রাহাত হোসেন নিউলাইট যুব প্রশিক্ষন কেন্দ্র ঠাকুরগাঁও। এসময় মোঃ খতিবর রহমান তার ব্যক্তব্যে বলেন, ইএসডিও আরএমটিপি প্রকল্পের আওতায় এই ধরনের প্রশিক্ষন যুবকদের আত্মকর্মসংস্থান ও পরিবারে আয় বাড়ানোর ক্ষেত্রে প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পাশাপাশি খামার থেকে নিরাপদ দুধ এবং নিরাপদ মাংস উৎপাদনে ঠাকুরগাঁওসহ সারা বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।