রাজধানীর তুরাগ থানার “ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয়”র সহকারী শিক্ষক জনাব গোলাম কিবরিয়া মিরপুর থানার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গত বছরও এই থানার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে কৃতিত্ব দেখিয়েছিলেন। এবারও নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। পর পর দুইবার থানার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হওয়ায় ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক জনাবা খাদিজা আকতার বলেন, গোলাম কিবরিয়া আমাদের স্কুলের গর্বিত শিক্ষক, আমরা তার জন্য গর্বিত। তার এই সাফল্যে স্কুলের সকল শিক্ষকগন অভিনন্দন জানিয়েছেন। প্রধান শিক্ষক আরও বলেন, আমরা আশা করছি আগামীতে ঢাকা বিভাগের সেরা হয়ে আমাদেরকে আরো একটি আনন্দের সংবাদ এনে দিবেন গোলাম কিবরিয়া । তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল। গোলাম কিবরিয়া বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার নয়,  এই স্কুলে প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারি শিক্ষক মন্ডলীর। সর্বপরি ম্যানেজিং কমিটি ও আমার প্রান প্রিয় শিক্ষার্থী ও তাদের অভিভাবক মন্ডলীর। তারা যদি আমাকে সঠিক ভাবে সহায়তা না করতেন তাহলে আমি এই বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। আমি সকলের দোয়া চাই আগামীতে যেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করতে পারি। তার এই কৃতিত্বে ৬টি থানা নিয়ে গঠিত মিরপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনস্থ শিক্ষক মহল, ছাত্র/ছাত্রীসহ অভিভাবকগণ আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ