শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট পৌরসভার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।২৯ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টার দিকে অনুষ্ঠান শুরু হয়।  অনুষ্ঠানে গোসাইরহাট পৌরসভা নব-নির্বাচিত মেয়র মোঃ আব্দুল আউয়াল সরদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিকদার, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম লিটন দেওয়ান, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এছাড়া জেলা উপজেলার নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরগণ, ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন। গোসাইরহাট পৌরসভা  নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ আলিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ