নওগাঁর ধামইরহাট উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বঙ্গ মাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও পুরুসকার বিতরণ করেন। উপজেলার ৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে চারটি টিমের খেলা অনুষ্ঠিত হয়, কমলপুর বনাম আগাদবিগুন টিমে কমলপুর ১-০গোলে বিজয়ী হয়েছে, এরপর তালঝারী বনাম  উত্তর চৌঘাট ১-০গোলে বিজয়ী হয়েছে। পুরস্কার বিতরণের আগে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন,পরে প্রধান অতিথি বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহার আলী মন্ডল, ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা, অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, সহকারী কমিশনার ভূমি জেসমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরকার,মেয়র আমিনুর রহমান, আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদার হোসেন ও সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, ধামরহাট প্রেস ক্লাব সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল , জেলা পরিষদ সদস্য নূরজামান সরকার, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুল হক, চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া,অধ্যক মোজাফফর রহমান, প্রাথশিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বকুল হোসেন ও সেক্রেটারি সাহজান আলী প্রমুখ।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ