নওগাঁর ধামইরহাট ওয়ার্ল্ড ভিশন এপি কর্তৃক সেমিনার অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন এপি কর্তৃক আয়োজিত সেমিনারে হান্ড্রেড হিরোদের সম্মাননা প্রদানে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ক্ষমতায়ন, আস্থা, সম্মান, অংশীদারিত্ব, ইউনিয়ন কার্যক্রমে সক্রিয়তা, শিশু উন্নয়ন, সুসম্পর্ক উদ্বুদ্ধ করুন, একত্রিত করণ, ক্ষমতা বৃদ্ধি ও জনগণের অধিকার আদায়ে এডভোকেসি শিখন ও পরিকল্পনা গ্রহণ উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুরে এক সেমিনারে ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাঁসদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা , উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, অফিসার ইনচার্জ বাহার উদ্দীন ফারুকী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা ফসিউদ্দিন, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার শ্যামল মন্ডল, প্রেসক্লাব সভাপতি আব্দুল আজিজ মন্ডল। সবশেষে ১০ জন শিশুকে ১০টি পুরুস্কার প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।