কুষ্টিয়ার ভেড়ামারায় যুবক খুন
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রফেসর পাড়ায় গোলাম মোস্তফা রুবেলের বাড়ি থেকে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তুষার মন্ডল জিম (২০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তুষার মন্ডল জিম একই এলাকার ফজলু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেড়ামারা শহরের প্রফেসর পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে তুষার মন্ডল জিম রাতে বাড়িতে ফিরে না আসলে তাঁর পরিবার খোঁজ খবর নিতে থাকে। এক পর্যায়ে আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় শহরের প্রফেসর পাড়ায় গোলাম মোস্তফা রুবেলের বাড়ির ৩ তলার রুমে রক্তাক্ত অবস্থায় তুষার মন্ডল জিম এর লাশ পাওয়া যায়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। হত্যাকান্ডের কারণ উদঘাটন ও জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।