কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতার টাকা। মোবাইলে নগদ অথবা বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি ফোন দিয়ে ‘বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে। দয়া করে আপনার মোবাইলে প্রেরিত কোড নম্বরটি বলেন’-এধরণের কথা বলে কোড নম্বর নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টে থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। এমন অভিযোগ অনেক।
ভেড়ামারা উপজেলা সমাজসেবা অফিস সুত্রে জানা গেছে, এ বছর ভেড়ামারা উপজেলায় বয়ষ্কা ভাতা পাচ্ছেন ৭৮১৮ জন, বিধবা ভাতা পাচ্ছেন ৩২১৬ জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৪৮০৫ জন, হরিজন ভাতা পাচ্ছেন ৩৫ জন, হিজরা ০১ জন, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৭৮ জন ও হরিজন ও বেদে জনগোষ্ঠী ভাতা পাচ্ছেন ১৪ জন।
অভিযোগ সুত্রে জানা গেছে, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতার টাকা। মোবাইলে নগদ অথবা বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি ফোন দিয়ে বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতার টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে। দয়া করে আপনার মোবাইলে প্রেরিত কোড নম্বরটি বলেন। কোড নম্বর বলার সঙ্গে সঙ্গে তার নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টে থেকে টাকা উধাও। আবার কখনো ভেড়ামারা উপজেলা সমাজসেবা অফিসের রেজাউল ইসলাম বলছি আপনার নগদ অথবা বিকাশ একাউন্টটি বন্ধ হয়ে যাবে। আপনার মোবাইলে একটি মেসেজ দিব ওইটা আপনি আমাকে দিয়ে দিন আমি এখান থেকে আপনার একাউন্ট রেডি করে দিব। কোড দেবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টে ঢুকে দেখেন তাদের সব টাকা ক্যাশ আউট করা হয়েছে।
জায়েদা খাতুন অভিযোগ করে বলেন, তারা কোনো ফোন বা খুদে বার্তা পাননি। তারপরও নগদ পিন নম্বর পরিবর্তন করে তাদের সব টাকা তুলে নেওয়া হয়েছে। কেউ যাতে প্রতারণার শিকার না হন সেজন্য বিভিন্ন এলাকায় মাইকিং করার জন্য জোর দাবি জানাচ্ছি ভেড়ামারা উপজেলা প্রশাসনকে।
ভেড়ামারা পৌরসভার কাউন্সিলর সোলায়মান হোসেন বলেন, বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধীদেরকে বিভিন্ন প্রতারক ফোন করে অথবা মেসেজ দিয়ে পিন নম্বর চায়। কেউ দিবেন না। বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা মোবাইলে দেওয়া বন্ধ করে আগের মতো ব্যাংকে দেওয়ার দাবী।
ভেড়ামারা উপজেলা সমাজসেবা অফিসার বলেন, একাাধিক অভিযোগ পেয়েছি। প্রতারণার মাধ্যামে তাদের নগদ অথবা বিকাশ একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিভাগীয় অফিসে টাকা ফেরত আনার জন্য অবগত করা হয়েছি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মোবাইল ফোনে একটি প্রতারক চক্র ফোন দিয়ে নগদ অথবা বিকাশ পিন নম্বর চাচ্ছে। সবাইকে সতর্কতা হতে হবে। সতর্কতা করার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।