গাজীপুর সিটির নব নির্বাচিত কাউন্সিলরের বিজয় মিছিল
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ড এর নব নির্বাচিত কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লার বিজয় মিছিল রবিবার অনুষ্ঠিত হয়। মিছিলটি বসুগাঁও এলাকা থেকে বের হয়ে পূবাইল আদর্শ ডিগ্রি কলেজ, খিলগাঁও, পূবাইল বাজার, ভাদুন, বাড়ই বাড়ী, ডেমার পাড়া হয়ে বসুগাঁও ওনার অফিসে এসে শেষ করেন। মিছিল শেষে নব নির্বাচিত কাউন্সিলর বক্তব্যে বলেন, ৪১নং ওয়ার্ডের সকল দলের নেতা কর্মী, শিক্ষক, ইমাম ও সুশিল সমাজের পরামর্শ নিয়ে ওয়ার্ডটি সাজাবো ’ইনশাআল্লাহ’। পরে অফিসের সামনে মিলাদ মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে শেষ করেন।