আসছে ‘টাইগার ৩’ জানালেন সালমান খান
চলচ্চিত্র ‘টাইগার ৩’ এই বছরের শেষের দিকে মুক্তি পাবে বলে জানিয়েছেন সালমান খান।। এই দীপাবলিতে ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবার আশা প্রকাশ করেছেন তিনি।দুবাইতে একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের ফাঁকে মিডিয়ার সাথে আলাপকালে সালমান খান বলেন, রাতে আমি টাইগারের শুটিং করছিলাম এবং টাইগার ৩ শেষ করেছি। এখন আপনারা দীপাবলিতে টাইগারকে দেখতে পাবেন। এটি খুব ব্যস্ত শুটিং ছিল।’মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন সালমান খান। এতে ক্যাটরিনা কাইফের সাথে পুনরায় মিলিত হবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সব সিনেমাতেই অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।