দিনাজপুরের বিরলে আশ্রয়- রিয়্যালাই প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি এবং অতিদরিদ্র পরিবারের শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদান এবং আনুসাঙ্গিক সহায়তা হিসেবে প্রাইমারী গ্রাজুয়েট শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ও ৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ শিক্ষা প্লাটফর্ম কমিটির সভা শেষে প্রাইমারি গ্রাজুয়েট শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল বাইসাইকে, ইউনিফর্ম, ইংরেজি ও বাংলা ব্যাকরণ,  আভিধানিক (ডিক্সনারী), খাতা ও কলম।
এ সময় ৪ নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী, ৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সেক্রেটারি মোছাঃ শারমিন আক্তার, ইউনিয়ন শিক্ষা প্লাটফর্ম কমিটির সভাপতি মোজাফ্ফর হোসেন, ইউনিয়ন পরিষদ সেক্রেটারি আবু তাহের ও কমিটির সদস্য বৃন্দ এবং আশ্রয় রিয়্যালাইজ প্রজেক্ট এর উপজেলা ম্যানেজার মধু মোহন রায়, শিক্ষা সংগঠক শিউলি বেগম, মাহবুবা আখতার উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ