প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিরল উপজেলা আওয়ামী লীগ।সোমবার বিকেলে বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারন সম্পাদক রমাকান্ত রায়ের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে বিরল পৌর শহরের বকুলতলা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয় আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, যুগ্নসাধারন সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট রবিউল ইসলাম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু প্রমুখ।
বিরল উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ