গাজীপুরের কালীগঞ্জের ঘুষ গ্রহণকারী ভূমি কর্মকর্তা কাওসার সাময়িক বরখাস্ত
গাজীপুরের কালীগঞ্জ পৌর ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা কাওছার হোসেন মোল্লাকে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।গত ৭ মে বিভিন্ন গণমাধ্যমে “ভুমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদটি প্রকাশ হলে উপজেলা ও জেলা প্রশাসনের নজরে আসে। পরে রবিবার (১৪ মে) তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।গাজীপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান বলেন, ওই কর্মকর্তার ঘুষ গ্রহণের একটি ভিডিও চিত্র গত ৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ভূমি কর্মকর্তার এমন কর্মকান্ড ক্যাশলেজ, ডিজিটাল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি সেবা বাস্তবায়নের অন্তরায়। এ ছাড়া এ কর্মকর্তা ভূমি প্রশাসন তথা রাজস্ব প্রশাসনের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন করেছে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ‘দুর্নীতির' অভিযোগে সরকারি চাকরি থেকে এ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে।