শুক্রবার (১২ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ইফাদ, পিকেএসএফ এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কতৃক বাস্তবায়িত আরএমটিপি - নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ‍্যের বাজার উন্নয়ন প্রকল্পের উদ‍্যোক্তা পর্যায়ে শুদ্ধ এগ্রোর সাইলেজ উৎপাদন এবং বিপনন  সরেজমিনে পরিদর্শন করেন, অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা: মো: শাহিনুর আলম, ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা প্রাণিসম্পদ অফিসার, কৃষিবিদ, মো: আলতাফ হোসেন, পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুর রহিম, ইউএলও ঠাকুরগাঁও সদর ডা: হেমন্ত কুমার রায়, ইউএলও বালিয়াডাঙ্গী ভিএস, এলইও এবং সংস্থার আরএমটিপি প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালীন সময়ে ডা: শাহীনুর আলম এ ধরনের উদ‍্যোগ গ্রহনের জন‍্য সাইলেজ উদ‍্যোক্তা, মো: রবিন ইসলাম, ইএসডিও-আরএমটিপি প্রকল্প এবং পিকেএসএফকে প্রাণিসম্পদের উন্নয়নে অগ্রজ ভূমিকা রাখার জন‍্য এধরনের উদ্যোগ গ্রহন এবং সহায়তা প্রদানের জন্য বিশেষভাবে ধন‍্যবাদ জানান।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ