ঠাকুরগাঁও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর, ঠাকুরগাঁও সদর এর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) প্রকল্প এর অওতায় অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ মে) ০১ দিন ব্যাপী ৩২ জন লিফ এবং মৎস্য চাষী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার লাটের হাট ব্র‍্যাক ফিস হ্যাচারিতে এ অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন করেন।অভিজ্ঞতা বিনিময় সফরে উপস্থিত ছিলেন, খালিদুজ্জামান জেলা মৎস্য কর্মকর্তা ঠাকুরগাঁও, মোছাঃ আয়েশা আক্তার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ঠাকুরগাঁও সদর। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ রমজান আলী সম্প্রসারণ কর্মকর্তা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী কামাল হোসেন, মোঃ নাসিরুল হক প্রমুখ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ