সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা
ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে ভূমি মালিকদের নিয়ে অনুষ্ঠিত হলো ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা। মঙ্গলবার (০২ মে) সকালে সুগন্ধা হাউজিং আলমনগর এলাকায় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো: আশরাফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় দ্রুত কিভাবে ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এবং সেবা গ্রহীতাদের মতামত গ্রহণ ও নানা পরামর্শ দেওয়া হয়।