সপ্তাহ পেরিয়ে শুক্রবার আসলেই দুপুরের খাবারের জন্য অপেক্ষা থাকে ভাসমান পথশিশু ও বৃদ্ধারা। এক প্যাকেট ভালো খাবারের জন্য সপ্তাহের এই দিনটি যেন পথশিশুদের জন্য এক আনন্দের দিন। একবেলা খাবার পেয়ে খুশিতে তারা আত্মহারা আর অপেক্ষা আগামী শুক্রবারের অপেক্ষায়। এই পথশিশুদের খাবারের উদ্যোগ নেন ভৈরবের একটি সামাজিক সংগঠন সিস্টারহুড। এই সিস্টারহুডের মুল উদ্যোক্তা হালিমা তুজ স্নিগ্ধা নামে এক ভার্সিটি পড়ুয়া নারী। সাদিয়া অনামিকা, আকলিমা আঁখি, জান্নাত জাহান আরোহীসহ সে কয়েকজন নারীকে নিয়ে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে গত এক বছর ধরে।এর পাশাপাশি অসহায় মানুষদেরকেও আর্থিক সহযোগিতা করার নজরি অহরহ।
প্রতি শুক্রবার দুপুরে ভৈরব শহরের রেলওয়ে স্টেশন, ভৈরব বাজার ও মেঘনা নদীর পাড়ের শতাধিক পথশিশু ও বৃদ্ধাদের খাবার নিয়মিত বিতরণ করায় শুক্রবার আসার অপেক্ষায় থাকে ওইসকল পথশিশুরা।
সিস্টারহুডের প্রতিষ্ঠাতা হালিমা তুজ স্নিগ্ধা বলেন, চলার পথে যখন দেখতাম ভাসমান পথশিশু ও বৃদ্ধ মানুষজনকে, তখন খুব কষ্ট লাগতো। তাদের মুখে হাসি দেখতে সংগঠনের সদস্যদের সহযোগিতায় সাপ্তাহের শুক্রবার দুপুরে ভাসমান ১০০জন পথশিশু ও বৃদ্ধদেরকে একবেলা খাবার পরিবেশ করি। ওই খাবার গুলো আমরা নিজেরা রান্না করে অসহায় মানুষদের মাঝে বিতরণ করে অনেক আত্মতৃপ্তি পাই। প্রায় ১বছর ধরে আমরা এ কাজটি নিয়মিত করে যাচ্ছি। তাছাড়া বিভিন্ন অসহায় মানুষকেও সাধ্যমত আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। এই মানবসেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ