কিশোরগঞ্জের ভৈরবে বজ্রপাতে এক কৃষি শ্রমিক নিহত
কিশোরগঞ্জ ভৈরেব বজ্রপাতে আজিজুল হক (৫৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শ্রীনগরের নাকারবন হাওয়ারে ধান কাটতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। আজিজুল হক একই উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার শ্রীনগরের কাশেম মিয়ার হাওয়ারের জমিতে ধান কাটতে যায় কৃষি শ্রমিক আজিজুল হক। ধান কাটা শেষে প্রচণ্ড বাতাস শুরু হয়। সেই সাথে হালকা বৃষ্টিও হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় বাসিন্দা শামীম মিয়া জানান, নিহত কৃষি শ্রমিক আজিজুল হকের সাথে থাকা আরেক কৃষি শ্রমিক দৌড়ে এসে আমাদের বাড়িতে খবর দেয়। পরে আমি আরো লোকজন নিয়ে বাড়ি কাছে ইটাখলার রাস্তার পাশে ঘটনাস্থলে গিয়ে দেখি কৃষক আজিজুল হকের মরদেহ পরে রয়েছে। প্রচন্ড ঝড় তুফান ছিল সেই সাথে বজ্রপাতও। তাই বুঝতে পেরেছি তিনি বজ্রপাতেই মারা গিয়েছে। নিহতের সাথে থাকা কৃষি শ্রমিকের বরাত দিয়ে তিনি আরো জানান, মাঠে কাজ শেষে জমির মালিক কাশেম মিয়ার কাছ থেকে মজুরি নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পথিমধ্যে বজ্রপাতের ঘটনায় আজিজুল হক ঘটনাস্থলেই মারা যায়।