সবাই মিলে করবো কাজ গরবো মোরা মাদক মুক্ত সমাজ, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর তারুণ্যের আলো যুব সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর কাকলী মুখোপাধ্যায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আকলিমা আক্তার, তারুণ্যের আলো যুব সংগঠনের সভাপতি মামুন তালুকদার, সহ সভাপতি সুজন মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক বাবুল পেয়াদা, সহ সাধারণ সম্পাদক মোঃ ফাহিম শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদ শিকদার, প্রচার সম্পাদক আঃ মজিদ মুরাদ প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে অর্থিক সহযোগিতা করেন প্রবাসী সদস্য নজরুল, শাহিদ খান, আরমানসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে মামুন তালুকদার বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও অস্বচ্ছল শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি এটি আমাদের জন্য একটা অনেক বড় অর্জন। আগামীতেও আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ