মৌলভীবাজার জেলা ভিডিও ও ফটোগ্রাফার এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৫ এপ্রিল শহরের রেস্ট-ইন রেস্তোরাঁয় এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম চৌধুরী আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।এসোসিয়েশন সাধারণ সম্পাদক সিতার আহমদের সঞ্চালনায় এসোসিয়েশন সহ-সভাপতি কামর”ল ইসলাম, প্রচার সম্পাদক গোবিন্দ মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আহমদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, সদস্য সচিব বদর”ল আহমেদ, যুগ্ম সচিব হোসেন মিয়া, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) এর সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক এ.কে. অলক সহ জেলার সাংবাদিকবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ইফতার পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ বলেন, মৌলভীবাজার জেলা ভিডিও ও ফটোগ্রাফার এসোসিয়েশন সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি এসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন এবং সম্মিলিতভাবে এসোসিয়েশনকে বৃহত্তর আঁকারে এগিয়ে নেওয়ার আহবান জানান।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ