ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে বৃহস্পতিবার সকালে পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজিবর মোল্যার বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানাযায়, হামলাকারীরা মজিবর মোল্যা ও তার স্ত্রী খুকুমনিকে এলোপাতাড়ি মারধর করে বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে  নিয়ে যায়। এই মর্মে মজিবর মোল্যা বাদী হয়ে সদরপুর থানায় ৯ জনসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে, 
শাহজাহান মোল্যা (৫০) পিতাঃ মৃত আফছার মোল্যা, শাহেদ আলী মোল্যা (৪৫) পিতাঃ আঃ রহমান মোল্যা, জাহাঙ্গীর মাতুব্বর (৫২) পিতাঃ মৃত ইরফান মাতুব্বর, আব্দুল্যাহ মাতুব্বর (১৯) পিতাঃ জাহাঙ্গীর মাতুব্বর, সোবাহান মোল্যা (৪৮) পিতাঃ মৃত আফছার মোল্যা, জালাল মোল্যা (৪৫) পিতাঃ মৃত আছিম মোল্যা, এনায়েত মোল্যা (৪০) পিতাঃ আঃ রহমান মোল্যা, ছত্তার মোল্যা (৬৫), ইদ্রিস মোল্যা (৬০) উভয় পিতাঃ মৃত ফৈজদ্দিন মোল্যা, সর্ব সাং পূর্ব শৌলডুবী, পোঃ শৌলডুবী, ইউপিঃ কৃষ্ণপুর, থানাঃ সদরপুর, জেলাঃ ফরিদপুরসহ ২০/২৫ জনের সাথে বাদী মজিবর মোল্যা (৪৬) এর দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছিলো। সেই সূত্র ধরে বিবাদীরা মাঝে মধ্যে মুজিব মোল্লার জমির ফসল জোর পূর্বক নিয়ে যেতো।
এদিকে মজিবর মোল্যা তার জমির ফসল নিতে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকেরা তাকে অকথ্যভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি ধামকি দিয়ে আসছিলো। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টার দিকে উল্লেখিত বিবাদীরা পূর্ব পরিকল্পিত ভাবে রামদা, ছ্যানদা, লোহার রড ইত্যাদি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মজিবর মোল্যার বসত বাড়ীতে অনাধিকার প্রবেশ করে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে।
তখন মজিবর মোল্যা ও তার স্ত্রী খুকুমনি (৩৮) বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করায় ১নং অভিযুক্ত? শাহজাহান মোল্যার হুকুমে ২নং বিবাদী শাহেদ আলী মোল্যার হাতে থাকা লোহার রড দিয়ে মজিবর মেল্যার স্ত্রী খুকুমনিকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। এ সময় ৩নং বিবাদী জাহাঙ্গীর মাতুব্বর খুকুমনির গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন জোর পূর্বক ছিনিয়ে নেয়। এ সুযোগে ৫নং বিবাদী সোবাহান মোল্যা ও ৭নং বিবাদী এনায়েত মোল্যা মজিবর মোল্যার বসত ঘরে জোর পূর্বক প্রবেশ করে ষ্টীলের শোকেসের তালা ভেঙ্গে ড্রয়ারের মধ্যে থাকা নগদ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা এবং ২ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নেয়। ১নং বিবাদী শাহজাহান মোল্যার হুকুমে অন্যান্য সকল বিবাদীরা মজিবর মোল্যাসহ তার পরিবার কে এলোপাতারী পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। এ সময় তাদের ডাকচিৎকারে স্থানীয় সাক্ষী শামসুদ্দিন মোল্যা (৪৮), আফতার মোল্যা (৪৪), জসিম মোল্যা (৬৫), জুয়েল খাঁ (৩৮) সহ আরো লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকে খুন জখমের হুমকি দিয়ে চলে যাওয়ার সময় তাদের বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে ঘরের মধ্যে থাকা ৭ টি বস্তায় প্রায় ১০ মন ধান ও গম মাথায় করে নিয়ে যায় এবং সেই সাথে প্রায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার মালামাল নিয়ে ঘরের টিন খুলে চলে যায়। বিবাদীদের আঘাতে মজিবর মোল্যা ও তার স্ত্রীর অবস্থা খারাপ হওয়ায় সাক্ষীদের সহযোগিতায় অটোবাইকযোগে সদরপুর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মজিবরের স্ত্রী খুকুমনিকে চিকিৎসার জন্য ভর্তি করে এবং মজিবর মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। বর্তমানে খুকুমনি সদরপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে। বিবাদীরা এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য মজিবর মোল্যাকে অব্যাহত ভাবে হুমকি ধামকি দিয়া আসছে। বিবাদীদের হুমকির ভয়ে বাদী স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। হামলাকারীরা যে কোন সময় বাদীর জমির ফসল জোর পূর্বক নিয়ে তাদের আরো বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ