ফরিদপুরের সদরপুরে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন
আজ পহেলা বৈশাখ। পুরাতন ফেলে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩০। রমজানের পবিত্রতা রক্ষা করে নানান আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় আজকের এ দিনটি উদযাপন করা হয়েছে। আর এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দরবার হলে এসে শেষ হয়। পরে দরবার হলে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ওমর ফয়সল, উপজেলা প্রৌকশলী আব্দুল মমিন, উপজেলা কৃষি অফিসার বিধান রায়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।