শরীয়তপুরে জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
শরীয়তপুর জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়ে হয়েছে।আজ বুধবার শরীয়তপুর সরকারী শিশু পরিবারের পাশের মাঠে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর-উদ্দিন অপুর নিঃশর্ত মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন শরীয়তপুর জেলা ছাত্রদল।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল শেষে স্থানীয় মসজিদের ইমাম বিএনপির সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার একান্ত সচিব মিয়া নুর-উদ্দিন অপু'র সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।জেলা ছাত্রদলের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজিবর রহমান মাদবর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মোঃ ইসহাক সরদার, ছাত্রদল নেতা ইমরান হোসেন,মনির হোসেন,জুনায়েদ ঢালী,মোঃ কাজল,নাজমুল হাসান, মোঃ শাওন, মোঃ রহিম শেখ,আল-ইসলাম, আব্দুর রজ্জাক,সাব্বির মাদবর, ফয়সাল আহমেদ,শামিম আহমেদ,শাহদাত হোসেন সরদার, মোঃ রাহাদ,মোঃ মিলন, মোঃ আনোয়ার হোসেন,মোঃ আল-আমিনসহ জেলা উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত নেতারা তাদের বক্তব্যে দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন অপুসহ সলক রাজবন্দীর মুক্তির দাবি করেন, এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।