কুড়িগ্রামের উলিপুরে ফাঁসিতে আত্মহত্যা
কুড়িগ্রামের উলিপুরে ফাঁস দিয়ে অপ্রকৃতিস্থ এক বৃদ্ধা আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্ল্যা নালার পাড় রেলওয়ে ব্রীজে।জানা গেছে নিহত শাহাবুদ্দিন( ৫৫)ওই ইউনিয়নের শ্রীবল্লভ কবিরাজপাড়া গ্রামের মৃত কেতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। সে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে রাতে যেকোন সময় এ আত্মহত্যার ঘটনা ঘটে।আজ সকালে ওই এলাকার লোকজন রেলওয়ে ব্রীজের বীমের সাথে ঝুঁঁলন্ত লাশ দেখতে পেয়ে উলিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হয়ে ঘটনাটি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানায়। পরে লালমনিরহাট রেলওয়ে পুলিশ ঘটনা স্হলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ মাটিতে নামিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। লালমনিরহাট রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস আলী বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, যেহেতু ঘটনা রেলওয়ে ব্রীজে এ কারনে বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন।