ফরিদপুরের সদরপুর উপজেলা দরবার হলে বৃহস্পতিবার সকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ অনুসারে স্পট ডিলিং লাইসেন্স বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান৷ সম্মানিত অতিথি হিসাবে ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, সদরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সদরপুর উপজেলার ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বৃন্দসহ অনেকে।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যবসায়ীরদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ