আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালসের স্বাক্ষীর জানমাল রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শরীয়তপুর সদর উপজেলার চর কাশাভোগ গ্রামের ইসমাইল শিকদার ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এর মানবতা বিরোধী অপরাধ মামলায় সলেমান মৌলভীর বিরুদ্ধে স্বাক্ষী হওয়ার পর থেকেই তার নিজের, পরিবারের ও তাদের সম্পদের উপর নজর পড়েছে একাধীক ভূমি খেকোদের বলে অভিযোগ করেন,১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে শরীয়তপুরের প্রথম শহীদ, শহীদ আব্দুল সামাদ সিকদারের বড় ছেলে মোঃ ইসমাইল সিকদার।এ ঘটনায় ২ ফেব্রুয়ারী বিকেলে আংগারিয়া বাইপাস সড়ক ঘেঁষা জমিতে সংবাদ সম্মেলনে বিভিন্ন লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। তারা বলেন, আমরা এই সম্পদ আমার বাবা ১৯৬২ সালে ক্রয় করেন, তারপর তিনি বিক্রিও করেন এরপর, আবার আমরা তিন ভাই জমিটা ক্রয় করি সেই ক্রয় সূত্রে আমরা এই ১.৫৯ একর জমির মালিক। এখন কয়েকবছর ধরে জমির সাবেক মালিকের নাতি লোক নিয়ে এসে জমি দাবি করে আমাদের হত্যার হুমকি দেয়, এর মধ্যে আমাদের উপর হামলাও হয়েছে, এর একটা ভিডিও রয়েছে, আমরা আমাদের জান মালের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।এবিষয়ে ভূক্তভোগী সিরাজ সিকদয়র জানান, ৮৫ নং চরকাশাভোগ মৌজার আর.এস ১১ নং খতিয়ানে ২৩/২৪ ২৫ ২৬ নং দাগে মোট জমির পরিমাণ ৯৮ শতাংশ এবং এস এ খতিয়ান নং ১৩ ও বি আর এস খতিয়ান নং ৪৫ এবং বর্তমান বিআরএস দাগ ২০ ২৪ ২৫। আমার পিতা আব্দুল সামাদ সিকদার এবং মাতা অজুফা বিবি ১৯৬২ সালে ১৩৮৫ নং দলিলে ১৪ শতাংশ এবং ৫৯ সালে ২৬১১ নং দলিলে ২০ শতাংশ এবং ৫৮ সালে ২৪৬ নং দলিলে ৮ শতাংশ এবং ৬৬ সালে ৩২০৫ নং দলিলে ১৪ শতাংশ এবং ৫৭ সালে ৬৭৩৭ নং দলিলে ২৪ শতাংশ এবং আমার দাদা কালা চাঁন সিকদার এবং দাদি রূপবান বিবি এর নিকট থেকে আরএস জরিপে ২৭ শতাংশ সহ এস এ আর এস এ এবং দলিল মূলে ও রেকর্ডি মালিক ও ওয়ারিশ খরিদা সূত্রে পরবর্তীতে বিআরএস জরিপ আসলে ৪৫ নং বিআরএস খতিয়ান আমার পিতা মাতার সকল ওয়ারিগণ মোট ৯৮ শতাংশ জমির মালিক হয়ে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করছি, কিন্তু গত কয়েকবছর যাবৎ ভূমিদস্যুরা আমাদের জমি দখলের চেষ্টা করছে।এরমধ্যে রয়েছেন, ভূমিদস্যু ইকবাল হাওলাদার, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট তানিয়া, আলামিন হাওলাদার, এনামুল হাওলাদার, জাহিদুল হাওলাদার, আজিজুল খা, ফারুক বেপারী, বাবুল হোসেন, সুমন, রাজু এরা সকলেই জমি দখলের চেষ্টা চালাচ্ছে।আমরা আমাদের জীবনের নিরাপত্তা ও সম্পদ বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।এঘটনায় জড়িতদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।