মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের জয়গান এই স্লোগান কে সামনে রেখে- মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নানানঘাত-প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ ৩১ বছর পথচলা অব্যাহত থাকার পাশাপাশি অসম্প্রদায়িক চেতনা আরেক ধাপ এগিয়ে, সাংবাদিকতার চ্যালেজ্ঞ মোকাবেলা করে নতুন দিগন্ত উন্মোচিত হোক আজকের প্রত্যাশা।১৫ ফেব্রুয়ারি বুধবার ভোরের কাগজের ৩১তম বর্ষ পুর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ভোরের কাগজের রাউজান প্রতিনিধি এম. রমজান আলী সঞ্চালনায় পৌরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দীন রানা, নির্বাহী সদস্য কামাল উদ্দীন হাবিবী, সাধারণ -সম্পাদক লোকমান আনসারী, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য রতন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন-ভোরের কাগজ আমাদের জাতীয় চেতনার প্রতিনিধিত্ব করে। স্বৈরাচার পতনের পর দেশের গণতান্ত্রিক পথ চলার মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐতিহ্যবাহী এই দৈনিক পত্রিকার পথ চলা শুরু। ভোরের কাগজের আপসহীন সংবাদ প্রকাশ ও আধুনিক সাংবাদিকতার যে, ধারা সূচনা করেছে তা ছিল বাংলাদেশের সাংবাদিকতার এক মাইল ফলক।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ