চট্টগ্রামের রাউজানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
চট্টগ্রামের রাউজান উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।১৩ ফেব্রুয়ারী সোমবার সকালে রাউজান উপজেলা পরিষদ হলে অনুষ্টিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার । রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আলমের সঞ্চলনায় অনুষ্টিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ,উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন,রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, রাউজান আর আর, এ, সি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাক আহম্মদ প্রমুখ। সভায় আগামী ২১ ফেব্রুয়ারী মহান আন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসুচির উদ্যোগ গ্রহনকরা হয়।