জয়বাংলা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস স্মরণে জয়বাংলা সাংস্কৃতিক জোট দেশ একটি সম্মিলিত উচ্চারণ সহায়তায় চট্টগ্রাম ডিসি হিল চত্বরে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত "ইতিহাস কথা কয়" আলোকচিত্র প্রদর্শনী শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।গত বুধবার আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দেব।বীর মুক্তিযোদ্ধা সাহাবুউদ্দিন মজুমদারের সভাপতিত্বে মোহাম্মদ ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব খুরশেদ আলম সুজন।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন,বক্তব্য রাখেন হাবিবা রহমান,জয়বাংলা সাংস্কৃতিক জোট থেকে বক্তব্য রাখেন ডাঃ অধ্যক্ষ ডি কে ঘোষ,মোহাম্মদ শফিউল আলম,জয়বাংলা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর,হাজী হেকিম খন্দকার,মোহাম্মদ হোসেন,ত্রিদীপ কুমার বড়ুয়া, রুপায়ন বড়ুয়া কাজল,আলহাজ্ব ইলিয়াস,এস এম আবু তাহের, মোহাম্মদ এজাহারুল হক, মোহাম্মদ ফারুক হোসেন,মোহাম্মদ হাসান মুরাদ,মোহাম্মদ সাইফুল হাসান,মর্জিনা আকতার রচি, হোসাইন আল ওসমান আল বাবর, অরুন মহাজন,মোহাম্মদ কাউছার আলম, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আরমান, মোহাম্মদ সাজ্জাদ শাহ্, মোহাম্মদ রায়হান, শেখ আলম, শেখ পারভেজ, মুরাদ চৌধুরী, আবুল হোসেন আবু, কাজল দাশ, মোহাম্মদ মানিক,মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ আলমগীর,ডাঃ চন্দনা দাশ প্রমূখ।