জামালপুরে ৪ ডিসেম্বর  মহান মুক্তিযোদ্ধের১১ নং সেক্টরের ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর রবিবার দুপুরে বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও বকশিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সহযোগিতায়, জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাননীয় মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হক  এমপি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান,পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,আবুল কালাম আজাদ এমপি,বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ এবং সাবেক মুখ্য সমন্বয়ক ও মুখ্য সচিব, আবুল কালাম আজাদ,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান,এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,জামালপুর জেলা কমান্ডার মোঃ সুজাত আলী প্রমুখ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ