জামালপুরে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও খাদ্য বিতরণ
জামালপুরে সদর উপজেলায় মহিলা মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও মাছের খাদ্য বিতরন করা হয়েছে ।
১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম -ফেজ - ২ প্রদর্শনী মালামাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান,জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ ।
মৎস্য অফিসসূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে ১৬জন মহিলা মৎস্য চাষীকে ৭হাজার ৭শত টি মাছের পোনা ও ২০ কেজি ওজনের ৫ বস্তা করে মাছের খাবার, একটি করে সাইনবোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।