লক্ষ্মীপুরের রায়পুরে প্রতারণা মামলায় মাসুদ গ্রেফতার
নিজাম নামেন এক ব্যবসায়ীর সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ মামলায় মাসুদ হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটক প্রতারক মাসুদ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের আবুল বাশারে ছেলে,। এই ছাড়াও প্রতারক মাসুদ হোসেন সৌদির একজন প্রবাসীর টাকা -পয়সা লুট করে বাংলাদেশের চলে আসার অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়, ব্যবসায়ী নিজাম আদালতে একটি সিআর মামলা দায়ের করেন যার নং১৫৩/২২
এর তদন্ত প্রতিবেদনে জানা যায় নিজাম উদ্দিন কাজির দীঘির পাড় বাজারের ব্যাবসায়ী অপরদিকে মামলার বিবাদী মাসুদ হোসেন বাদী পূর্ব পরিচিত বিবাদী মাসুদ ইতিপূর্বে প্রবাসে কর্মরত ছিলেন সম্পর্কের সুবাদে বাদী বিভিন্ন পণ্য সামগ্রীসহ অন্যান মালামাল চাহিদা মতো বিবাদীর নিকট প্রেরণ করতো এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হওয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায়, আরজিতে বৈঠক হয়, উক্ত বৈঠকে হিসাব নিকাশ করিয়া বাদী নিজাম উদ্দিন ৪১৫০০০ টাকা পাওনা হন। এবং উক্ত বৈঠকে নির্ধারণ করে দেওয়া হয় মাসুদ প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে ব্যবসায়ী নিজাম উদ্দিন কে দিয়ে দেনা পরিশোধ করবে। কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও বিবাদি কোন টাকা না দিয়ে উল্টো খুন করে পেলার হুমকি দেয়। এর পর থেকে ব্যাবসায়ী নিজাম উদ্দিন টাকা চাইলেই তাকে মারতে আসে এবং হুমকি চালিয়ে যায়।পরিশেষে নিরুপয় হয়ে আদালতে মামলা দায়ের করেন।
সেই মামলায় আদালতে হাজির না হওয়া তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।