কক্সবাজারে ভবন নির্মানে বাঁধা দেয়ায় বিট অফিসারকে হুমকি
কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ১নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার গুইল্লা বাপের পাড়া সমাজ কমিটির সভাপতি মৃত মোঃ ইলিয়াসের পুত্র মোঃ শামসুল আলম সরকারি জায়গা দখল করে সংশ্লিষ্ট দপ্তর থেকে কোন প্রকার অনুমতি না নিয়ে বহুতল ভবন নির্মান করার অভিযোগ উঠেছে।এই বিষয়ে খুরুশকুল বিট কর্মকর্তা বাঁধা দিলে তাকে হুমকি দিচ্ছে বলে জানা গেছে। স্থানীয় কিছু প্রভাবশালীদের সহযোগিতায় শামসুল আলম বিট কর্মকর্তার বাঁধাকে কোনো রকম কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।
শামসুল আলমের ভাই নুর মোহাম্মদ সওদাগর জানান,আমার ভাই যে জায়গাটিতে বাড়ি করছে তা সরকারি খাস জায়গা। বিট কর্মকর্তা বাঁধা দিয়েছিল যার কারণে কাজ বন্ধ রয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,শমসুল আলম সমাজের সভাপতি হিসাবে ক্ষমতা দেখিয়ে সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মান করে যাচ্ছে। বিট কর্মকর্তা বাঁধা দিলে তাকে উল্টো হুমকি দিয়ে যাচ্ছে।
এই বিষয়ে খুরুশকুল বিট কর্মকর্তা মোঃ মামুনের সাথে কথা হলে তিনি জানান,শমসুল আলম সরকারি জায়গা দখল করে বসতবাড়ি তৈরি করার খবরটি শুনে তাকে বাঁধা দিয়েছিল কিন্তু শমসুল আলম আমার কথা না শুনে বরাবরই কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ হুমকি দিয়ে যাচ্ছে। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের বিষয়ে শামসুল আলমের সাথে কথা হলে তিনি প্রথমে স্বীকার করে সরকারি জায়গা।পরে কিছু প্রভাবশালীদের দিয়ে নিউজ না করতে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন।আবার সে নিজেই এই প্রতিবেদককে ফোন করে বলে অর্ধেক খাস জমি আর অর্ধেক রেজিঃ জমি বলে দাবি করেন।এবং দীর্ঘদিন ধরে এ জমিতে বসবাস করে আসছি।