২০ আগষ্টকে জাতীয়ভাবে নদী ভাঙন প্রতিরোধ দিবস ঘোষণার দাবি
২০ আগষ্টকে জাতীয়ভাবে নদী ভাঙন প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবিতে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগষ্ট) বিকেলে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার হাইমচর সরকারি কলেজ মাঠ সংলগ্ন নদীতীরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা। হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত সভায় বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার সহকারী সম্পাদক বিভূরঞ্জন সরকার, রিভারইন পিলের মহসিচবি শেখ রোকন, নেক্সাস টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমিন আল রশীদ, নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির সদস্য হাসান আলী, হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত মিয়াজী। সভা পরিচালনা করেন হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।সভায় বক্তারা বলেন, ১৯৮৮ সালের ২০ আগস্ট চাঁদপুরের হাইমচর উপজেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ নদী ভাঙন হয়েছিল। সেদিন হাইমচরের হাজার হাজার মানুষ নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়েছিলেন।অনেকই আশ্রয় নিয়েছিলেন বেড়িবাঁধের পাশে, নদী ভাঙনের তীব্রতার কারনে ততকালীন বাসদ নেতা জনাব আব্দুল্লাহ সরকারের নেতৃত্বে নদী ভাঙন রোধ এর জন্য আন্দোলনের ডাক দেন,এর পর হাইমচরের আপামর জনগণ তার ডাকে সাড়া দিয়ে নদী ভাঙন আন্দোলনটি আরো বেগমান করেন,হাইমচরের প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেন।আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য, ততকালীন উপজেলা চেয়ারম্যান সহ ৬ চেয়ারম্যানকে সম্পৃক্ত করেন।হাইমচরে নদী ভাঙন রোধ আন্দোলনকে দাবি আদায়ের লক্ষে ঢাকা প্রেস ক্লাবের সামনে দুইদিনের জন্য গনঅনশন করেন,,এরপর থেকেই চাঁদপুরসহ সারাদেশে একযোগে নদী ভাঙন প্রতিরোধে সংগ্রাম শুরু হয়েছিল। যার ফলশ্রুতিতে চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে একের পর এক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ওই দিনটিকে স্মরণে রেখে এখন থেকে ২০ আগস্টকে জাতীয়ভাবে নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস ঘোষণার দাবি জানান।