পঞ্চগড়ের দেবীগঞ্জ বাংলাদেশ প্রেসক্লাব কমিটির সভাপতি মঞ্জুরুল ও সম্পাদক আতাউর নির্বাচিত
পঞ্চগড়ে'র দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন,অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩-আগস্ট) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ প্রেসক্লাব গভঃ রেজি নং ৯৮৭৩৬/১২ এর অন্তর্ভূক্ত দেবীগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম দেবীগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন প্রদান করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ,দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম, নবগঠিত দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক, আতাউর রহমান, দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন সহ বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা ও দেবীগঞ্জ উপজেলা কমিটির সদস্যরা। নব গঠিত আহব্বায়ক কমিটির অনুমোদন শেষে বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম বলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ফরিদ খান সাড়াদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং সাংবাদিকদের উপর বিভিন্ন নির্যাতন,নিপীড়ন বন্ধ করতে যে মহান স্বপ্ন বাস্তবায়ন করতে চলছে তা আমাদের সাংবাদিকদের জন্য অনেক বড় আশীর্বাদ। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মন্জুরুল সোহেল রানা এর মাধ্যমে আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি। এর জন্য আমি সম্পাদক মহোদয়ের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমারা সমগ্র দেশে একটা সুন্দর সুশৃঙ্খলার মধ্যে রয়েছি। কেন্দ্র থেকে পাওয়া নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। প্রত্যেক সাংবাদিক একে অপরের ভাই ভাই। প্রত্যেকেই একে অপরের বিপদে আপদে সব সময় পাশে থাকবো। কেউ কখনো কারো কোন ক্ষতি করবো না। কেন্দ্রীয় নির্দেশনা পেলে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মন্জুরুল ইসলাম মনু।