চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশ বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতআজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর ৫১তম জন্মবার্ষিকী এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষকী চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এউপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজ বুধবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনকসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।পরে চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের জাহিদুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ