পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত.
মাদক সেবন রোধ করি, সুস্থ সবল জীবন গড়ি ,স্লোগানে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ শে জুলাই) উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টায় গোলাম রব্বানী সর্দার (ভুমি কর্মকর্তা এর সঞ্চালনায় কর্মশালা শুরু হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রুনা লায়লা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের উপ পরিচালক দিলারা রহমান, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক আবু, ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ওমহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ। এছাড়ও কর্মশালায় দশ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ প্রেস ক্লাব দেবীগঞ্জ শাখার সভাপ্রতি মন্জুরুল ইসলাম,সাধারন সম্পাদক আতাউর রহমান ,দৈনিক আজকের বসুন্ধারা পত্রিকার লালন সরকার ,সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কর্মশালায়, মাদকের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।