মাদারীপুর ডাসারে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।বাংলাদেশ সরকারের সপ্তাহ ব্যাপি কর্মসূচি হিসেবে আজ সকালে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতে এ বৃক্ষ রোপণ করা হয়।ডাসার উপজেলায় মোট ৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন যথাক্রমে ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও শিক্ষক এবং উভয় স্কুল কমিটির সভাপতিরাএসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইাছমীন ১ টি করে খেজুর গাছ রোপণ করেন। যেহেতু মাদারীপুরের খেজুরের রস ও খেজুর গুড়ের আলাদা সুনাম রয়েছে তাই এই গাছটিকেই বাছাই করা হয়েছে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন গাছ শুধু রোপণ করলেই হবে না এর রক্ষনা বেক্ষন করতে হবে। কারন খেজুর গাছ ও তাল আমাদের বজ্রপাত থেকে রক্ষা করে তাই রাস্তার দুই পাশে বেশি বেশি খেজুর ও তাল গাছ রোপণ করতে হবে। আরো বলেন গাছ বাচলে পরিবেশ বাচবে পরিবেশ বাচলে আমরা বাচব। আর মাদারীপুরের আলাদা একটি সুনাম রয়েছে এই খেজুরের রস ও খেুরের গুড় নিয়ে। তাই আমরা সবাই একটি করে হলেও গাছ লাগাই পরিবেশ বাচাই।