রংপুরের পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
রংপুরের পীরগঞ্জ উপজেলার চক করিম আদর্শ উচ্চ বিদ্যালয়ে জীবিত নৈশপ্রহরীকে মৃত দেখিয়ে পুনরায় ওই পদে নিয়োগ প্রদানের চেষ্টার অভিযোগে ক্ষিপ্ত অভিভাবকরা স্কুলে তালা লাগিয়ে মানববন্ধন করেছে। গতকাল দুপুরে বিদ্যালয় মাঠে অভিভাবকরা স্কুলে তালা লাগিয়ে ওই মানববন্ধন করেন। মানববন্ধনকারীরা জানায়, চক করিম আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৯৯৫ সালের ৩১শে ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯৯৬ সালের ১লা জানুয়ারি রামপুর গ্রামের দুলু মিয়া নৈশপ্রহরী পদে যোগদান করেন। যোগদানের পর দুলু মিয়া সরকারি বেতন ভাতার সুবিধা চাইলে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বরাবরই তা দিতে অস্বীকৃতি জানান। এদিকে গত ১২ই জুন রংপুরের দৈনিক দাবানল পত্রিকায় নৈশপ্রহরী শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এলাকাবাসী ওই স্কুলের অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এছাড়া প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে ৩-৪টি শিক্ষক নিয়োগ বাণিজ্য ও স্কুলে সরকারি বরাদ্দের কোনো উন্নয়নমূলক কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে নৈশপ্রহরী দুলু মিয়া জানান, আমি চাকরি থেকে অব্যাহতি নেয়নি। প্রধান শিক্ষক আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন, টাকা দিতে অস্বীকৃতি জানানোয় প্রধান শিক্ষক আমাকে মৃত দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন। এ ব্যাপারে চক করিম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে বলেন, নৈশপ্রহরী পদে নিয়োগ রেজুলেশনের মাধ্যমে স্থগিত করা হয়েছে।বিদ্যালয়ের উন্নয়নে কোনো প্রকার কাজ করা হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে চুপ থাকেন