ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান হলেন চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন ও সম্পাদক হলেন শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান। শনিবার ১৬ জুলাই অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলের ৬২৯ তম সভায় গঠনতন্ত্রের বর্ণিত ধারা মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র থেকে প্রেরিত উপকেন্দ্রের ২০২০-২০২২ মেয়াদের (পুঃগঠিত) কার্যনির্বাহী কমিটি, কেন্দ্রীয় কাউন্সিল অনুমোদন করেছে মর্মে কেন্দ্রীয় সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাত হোসেন শিবলু এক পত্রে অনুমোদনের কথা জানান। কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হচ্ছেন, ভাইস চেয়ারম্যান এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক, সদস্য প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, প্রকৌশলী এজেএম মোঃ মাসুদুর রহমান, প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান, প্রকৌশলী সানিজদা আফরিন ঝিনুক, প্রকৌশলী অমিত কুমার সরকার, প্রকৌশলী মোঃ সেলিম রেজা ও প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ